সকাল দশটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ঝুঁকি এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী সকাল সাড়ে দশটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুয়াশার তীব্রতা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যানবাহন এবং সাধারণ যাত্রী পারাপারের জন্য পাটুরিয়া রুটে ১৬ টি এবং আরিচার রুটে ৪টি ফেরি চলাচল করছে।
উল্লেখ্য, কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় রাত ১১টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে এজন্য আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর রাত তিনটার দিকে একই সমস্যায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর