মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ একজন স্কুল শিক্ষকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর পশ্চিম পাড়া থেকে স্বপন আলী (৩৫)- কে আটক করে।
আটককৃত স্বপন কাজীপুর মুন্সীপাড়া (৩নং ওয়ার্ড) এর মৃত নবীর উদ্দিনের ছেলে ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনাকে কেন্দ্র করে গাংনী থানা পুলিশের এএসআই কালাম বলেন, ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামন্দী-নিশিপুরের মেসার্স রাহুল স্টোর মুদী দোকানের সামনে থেকে মোটরসাইকেল চালিত অবস্থায় ১৫ বোতল ফেনসিডিল ও পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল বলেন, আটককৃত স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর