বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের আয়লা বাজারে বাধঘাট উত্তর পট্টিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রচণ্ড শীতে যখন সকলেই ঘুমন্ত অবস্থায় ছিল ঠিক তেমন একটা মুহূর্তে এই অগ্নিকাণ্ড ঘটে।
দোকানও বসতঘর একই সাথে থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাঁচাতে দিগ্বিদিক হারিয়ে ফেলে মানুষ। এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে বরগুনা ও বেতাগী মিলে মোট দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ও ১০টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকাণ্ড নির্বাপণে এসে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী।
অগ্নিকাণ্ডে কারণ সম্পর্কে এলাকাবাসীর ভাষ্যমতে কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ড ঘটে আবার কিছু লোক বলছেন, বাজারের পিছনে এক লোক তামাসহ যাবতীয় প্লাস্টিক দ্রব্য গলিযে থাকেন। তার ওখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্বান্ত হয়েছে পরিবারগুলো।
এ বিষয় বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, বরগুনা থকে প্রায় ২০ কিলোমিটার দূরে আয়লা বাজারের আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর এবং বেতাগী উপজেলার ফায়ারসার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীদের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এছাড়াও রাতে আগুন দিয়ে তার পুড়িয়ে তামা আলাদা করার একটি বিষয় জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর