
টাঙ্গাইলের ঘাটাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হাসান কাব্য (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু তানভীর আনসার তুহীন (১৭) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে এলেঙ্গা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হাসান কাব্য ঘাটাইল উপজেলার সদরের বাসিন্দা এবং তার বাবার নাম আজহার আলী। গুরুতর আহত তানভীর আনসার তুহীন ঘাটাইল পৌরসভার খরাবর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আনসার আলী। তারা দুজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে আসা একটি দ্রুতগামী বাস বানিয়াপাড়া এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীর হাসান কাব্য মারা যান। অন্যদিকে তানভীর আনসার তুহীন এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত করে আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
শোকাহত পরিবার ও বন্ধুমহলে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর