সুনামগঞ্জের দিরাই থানার আলোচিত হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ব্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, সুনামগঞ্জ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শাল্লা থানার আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে (সুনামগঞ্জ জেলার দিরাই থানার এফআইআর নং-১. তারিখ- ০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি :, ধারাঃ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/১১৪/৫০৬(২)/৩ পেনাল কোড ১৮৬০।) এর মূলে হত্যা মামলার পলাতক আসামী আব্দুল কাদির(৬০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জেলার দিরাই উপজেলায় মির্জাপুর গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। অপর দিকে ব্যাব-৯, সিপিএসসি, সিলেট অপর একটি অভিযান পরিচালনা করে একই দিনে এসএমসি সিলেট কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা এলাকা হতে একই মামলার অপর পলাতক আসামিকে জাহাঙ্গীর চৌধুরী (৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি একেই গ্রামের মহব্বির চৌধুরী তাজ মিয়ার ছেলে।
র্যাব ৯ সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল এর সত্যতা নিশ্চিত করে জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, উপর্যুক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এনা চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর