ফরিদপুরের নগরকান্দায় সেতুর নিচ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে একটি সেতুর নিচে পলিথিন ব্যাগে ভাসছিল নবজাতকের মরদেহ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আসাদুজ্জামান সাকিল বিডি২৪লাইভকে বলেন, দেলবাড়িয়া নামক স্থান থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর