টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৬টি ইটভাটাকে ৪ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা ও ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনভর উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নের পৃথকস্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
বন্ধ ঘোষণা ও অর্থদণ্ড প্রাপ্ত ইটভাটাগুলো হলো- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মেসার্স এইচইউবি, এমএসবি, বাটা ও আরবিসি এবং গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের বিএন্ডবি ও দেওহাটা এলাকার সনি ব্রিকস।
অভিযান পরিচালনার সময় পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হকসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গেল বছর এ উপজেলায় বৈধ-অবৈধ মিলিয়ে মোট ইটভাটার সংখ্যা ১০৭টি হলেও এবছর তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। যেখানে পুরো জেলার মোট ইটভাটার সংখ্যা ২৮০টি। নতুন করে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলো নিয়ে একাধিক অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর