
ভারতীয় আগ্রাসন ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাট সদরের চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে খুলনা-মোংলা মহাসড়কের পাশে চুলকাটি প্রেসক্লাবে চত্বরে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চুলকাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক ও চুলকাটি বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
খানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বাগেরহাট সদর থানার সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের সঞ্চালনায় এ সময় খানপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল ফকির, নাসির উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন, মিজানুর রহমান মিঠু, ছাত্রনেতা ইমন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র নেতা মাসুম বিল্লাহ, খান গোলজার, মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, কুদ্দুস শেখ, মোস্তাকিন বিশ্বাস, প্রমূখ। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি সকল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় ভারতের মিডিয়ার সমালোচনা করে বক্তারা বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এ দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকার অবমাননা করেছে। বিক্ষোভ মিছিল থেকে ভারতের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সহকারী কমিশনে আক্রমণ, পতাকা ছেঁড়ে ফেলার তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর