
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী ২০২৪-২৫ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন সভাপতি এবং ঢাকা পো স্টের প্রতিনিধি মাহাতাব হোসেন লিমন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান, অর্থ সম্পাদক পদে নূর আলম, দপ্তর সম্পাদক পদে সাকেরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন জানায়, বাকী পদগুলোতে (সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দুইটি কার্যনির্বাহী সদস্য) আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইংরেজি দৈনিক নিউএইজের সাংবাদিক সোলাইমান সালমান প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক মানবজমিনের সিনিয়র সাংবাদিক রাশিম মোল্লা ও সাংবাদিক যুবাঈর আহম্মেদ সামী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক, জনযোগ তথ্য ও প্রশাসন দপ্তর পরিচালক মো.আনওয়ারুস সালাম নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে ৯ ডিসেম্বর তফশিল ঘোষণা করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর