ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান। অন্যায়ভাবে হামলা-মামলা দেয়া পুলিশের কাজ নয়। এসব যারা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এ সময় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ কর্মকাণ্ডের জন্য আবারও ক্ষমা চান তিনি।
তিনি আরও বলেন, নতুন বছর উৎযাপনে ঢাকায় এখনও কোনো নিরাপত্তা ঘাটতি নেই। ঢাকাবাসীকে সেবা প্রদানে পুলিশের পক্ষ থেকে যাতে কোনো কার্পণ্য না করা হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি। এরপর ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের পুরস্কার তুলে দেন তিনি।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ, মারধর-গুলির ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা কেন করবো? শুধু সাংবাদিক কেন কোনো মানুষকেই তো পুলিশ নির্যাতন বা হামলা করতে পারে না।
তিনি বলেন, আমার পুলিশ সদস্য সব সময় ডিসিপ্লিনে থাকবে, হামলা মামলা বা কারো সঙ্গে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করবে?
ডিএমপি কমিশনার ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন; আমি তদন্ত করবো, ব্যবস্থা নেবো। ডিএমপি কমিশনার হিসেবে আমি গত জুলাই-আগস্টে ধ্বংসযজ্ঞ, নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।
রার/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর