
ভৈরব নদীতে নৌকাডুবিতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু তালগাছের তৈরি একটি ডিঙি নৌকা নিয়ে ভৈরব নদীতে ঘুরতে যায়। কিন্তু সারাদিন বাড়ি না ফেরায় তাদের পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। সন্ধ্যার দিকে, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদীর পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুদের একজন শওকত আলীর পুত্র এবং অন্যজন আবু সালেহর পুত্র। শিশুরা নদীতে ঘুরতে যাওয়ার পর আর বাড়ি ফিরে না আসায় তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে এবং তাদের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবার ও এলাকাবাসী গভীর শোকাবহ পরিবেশে আছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নদীতে ঘুরতে যাওয়ার ব্যাপারে তাদের পরিবারের সদস্যরা সতর্কতা অবলম্বন করছিলেন, তবে এ ঘটনা ঘটল অত্যন্ত অনভিপ্রেতভাবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর