চুয়াডাঙ্গা কনকনে শীতের দাপটে জনজীবনে স্থবির নেমে এসেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে নেমে তাপমাত্রা দাড়িয়েছে আজ শুক্রবার সকাল নয়টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় মৃদু শৈত্য প্রবাহে শুরু হয়েছে বলে জানায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
হিমেল বাতাসের দাপটে বাড়ছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীত ও হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। এরই মধ্যে জেলায় ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এ জেলায়। ৪ ডিসেম্বর থেকে টানা ৯ দিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করেছে। আর আজ থেকে শুরু হলো এই জেলায় শৈত্য প্রবাহ। যেখানে তাপমাত্রা পারদ নেমেছে ৯ ডিগ্রির ঘরে। ফলে শীতের তীব্রতা আরো বাড়বে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর