ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন।
সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে নায়ককে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেরদিন বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল।
সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন ও মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ। তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতে পদপিষ্ট হন অনেকেই। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক নারী ভক্তের।
পুলিশের মতে, জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়। এমনকি এই ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় তাদের।
পুলিশ আরও জানিয়েছে, আহত ওই শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।
পুলিশের তথ্যানুসারে, শুধু ‘পুষ্পা টু’ দেখতে নয়, হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিনেমার নায়ক ও প্রযোজনা টিমকে দেখতে। উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর