
'মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র' এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পীরযাত্রাপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পীরযাত্রাপুর স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে পীরযাত্রাপুর ইউনিয়নের সভাপতি মু. নুরুল ইসলাম (নুরুন নবী) এর সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বুড়িচং উপজেলা শাখা সভাপতি ফয়েজ আহমাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ তৈয়্যব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা সাবেক সভাপতি এম এম বিল্লাল হোসাইন,সহ-সভাপতি মুহাম্মদ যোবায়ের আবেদীন।বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা শাখা সভাপতি মাওলানা গাজীউল হাসান,পীরযাত্রাপুর ইউনিয়ন শাখা সহ-সভাপতি মুহাম্মদ ইউনূস মিয়া (পুলিশ পরিদর্শক),সাধারণ সম্পাদক মু.বিল্লাল হোসেন মোল্লা,জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাও.উমর ফারুক,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বুড়িচং উপজেলা সাবেক সভাপতি হাফেজ মাও: মাহমুদুল হাসান মাদানী,বুড়িচং উপজেলা সভাপতি মু. ফখরুল হাসান টিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ড মো: সফিকুর রহমান।এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরযাত্রাপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও.আল আমিন,প্রচার সম্পাদক মো. সুমন মিয়া,দপ্তর সম্পাদক মাও. ওয়াসিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. মোজ্জামেল হোসেন,প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাও, ইবরাহিম খলিল,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাও.আমির হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো: হামদু মিয়া, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো হুমায়ুন কবির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. রুহুল আমিন,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মো. আলামিন আর্মি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. আঃ বারেক প্রমুখ।
উক্ত সম্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আল আমিন। সম্মেলনে বক্তারা বলেন,ইসলামী আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে।অতীতে ধর্মকে পুঁজি করে অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু তারা ইসলামী আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে নাই। এই কারণে স্বাধীন দেশে চুরি-ডাকাতি,ছিনতাই,অন্যায়-অত্যাচার,জোরজুলুম এবং ক্ষমতা অপব্যবহার করতে পেরেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আবারও কিছু দল ধর্মকে পুঁজি করে ক্ষমতায় আসতে চায়।এই দেশের জনগণ তাদেরকে বয়কট করবে।এই দেশে ইসলামী আইন মোতাবেক মেনে যে দল আসবে প্রয়োজনে তাকে সমর্থন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর