ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন, সহকারী পুলিশ সুপার ( নগরকান্দা-সালথা সার্কেল) আসাদুজ্জামান সাকিল। এসময় তিনি বলেন, থানায় শুধু ভুক্তভোগীরা যাবে। কোন ভুক্তভোগী সেবার প্রয়োজন হলে সে নিজেই থানায় যাবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার নগরকান্দা-সালথা সার্কেল মো. আসাদুজ্জামান সাকিল, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক অগ্রসর সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী,নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাহিত্যিক কলামিস্ট গোলাম মওলা,দৈনিক প্রথম কাগজের সম্পাদক ইকরাম বিজু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আজহার লিমন,নগরকান্দা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন,সহ সভাপতি এহসানুল হক মিয়া, শফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রেসক্লাবের নব -নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য এ কে এম সাইয়াদুর রহমান বাবলু। পরিশেষে অতিথিবৃন্দ ও নব- নির্বাচিত কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান ও সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর