
নাটোরের বাগাতিপাড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে আরাজিমাড়িয়া (ঘোরলাজ) এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই ওয়ার্ডের বিএনপি নেতা আহসান হাবীবের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুস সালাম ও লালন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্য সাবেক মেয়র অধ্যক্ষ এ,কে,এম শরিফুল ইসলাম লেলিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার আলী সরকার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,বাগাতিপাড়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান, খোরশেদ আলম, সদ্য সাবেক ওই ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন শিপলু প্রমুখ।
এসময় নেতাকর্মী সকলে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে বিএনপিকে এগিয়ে নেবার জন্য একাত্মতা ঘোষণা করেন।
এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে টিপুকে মনোনয়ন দেবার জন্য দলের হাইকমান্ডের কাছে জোর দাবিও জানান তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর