ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ সুগার মিলের প্রধান গেটসংলগ্ন এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্যাকেট ভর্তি পাথর ও সাইজ করা কাঠের লাঠি উদ্ধার করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মোবারকগঞ্জ সুগার মিলে মৌসুমি শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় এক বিএনপি নেতার সমর্থকরা দেশীয় অস্ত্র, লাঠি ও পাথর নিয়ে যশোর মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেয়।
এ সময় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সমর্থকরা পালিয়ে যায়। এরপর এলাকাটি তল্লাশি করে পাথর ও কাঠের লাঠি উদ্ধার করা হয়।
অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “শুক্রবার সকাল থেকে পুলিশের একটি দল মিলগেট এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে। মহাসড়কের ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিচয় নিশ্চিত করার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “সেনাবাহিনী অভিযান চালিয়ে কিছু পাথর ও লাঠি উদ্ধার করেছে বলে শুনেছি। উদ্ধারকৃত আলামত সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।”
এ ঘটনার পর থেকে এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষ সক্রিয় ভূমিকা পালন করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর