বাবার কোলে হাস্যোজ্জ্বল ছোট্ট প্রিয়ামের ছবিটি আজ শুধুই স্মৃতি। মাত্র ৫ বছর বয়সে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হলো শিশুটিকে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবা মায়ের একমাত্র সন্তান প্রিয়ামের। প্রিয়ামের পরিবার মির্জাপুর পৌরসভার বাইমহাটী এলাকার বাসিন্দা।
এর আগে গত ১১ই ডিসেম্বর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপার শিকার হয় শিশুটি। ওই দুর্ঘটনায় ঘটনার দিনই মারা যায় শিশুটির ফুফু শারমীন হক বিথী। অটোরিক্সার চালকসহ গুরুতর আহত হয় শিশু প্রিয়াম ও তার অপর দুই ফুপাতো-চাচাতো বোন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়।
ওই দুর্ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় মোটরসাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অকোরিক্সাকে চাপা দিয়ে দ্রুত বেগে টাঙ্গাইলের দিকে রওনা দেয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
দুর্ঘটনার ঘটনায় আইনি অগ্রগতি বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ খানের সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় এ বিষয়ে কিছু জানা যায়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর