খাগড়াছড়ি সদরের কুমিল্লা টিলা এলাকায় আবু বক্কর ছিদ্দিক'র বাগানের প্রায় ৫-৬ হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিববার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আবু বক্কর ছিদ্দিক।
এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবু বক্কর ছিদ্দিক। অভিযুক্তরা হলেন, সবুজবাগের মো. ইসমাইল হোসেন, তারিকুল ইসলাম, কল্যাণপুর এলাকার বাবন বড়ুয়া, রুখুই চৌধুরী পাড়ার আইয়ুব আলী, খাগড়াছড়ি বাজার এলাকার মো. শাহ আলম, মো. ফরিদ ও তালুকদার পাড়া এলাকার ফিরোজুল ইসলাম।
আবু বক্কর ছিদ্দিক বলেন, ২৬৬ নং পেরাছড়া মৌজার ১২৭৮ দাগে (কুমিল্লা টিলা এলাকায়) আমার দুই একর তৃতীয় শ্রেণির পাহাড়িয়া টিলা জমি রয়েছে। সেখানে আমি কলাগাছের সহ বিভিন্ন গাছপালা রোপণ করেছি। অভিযুক্ত ব্যক্তিদের সাথে জমি নিয়ে আমার বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। এ অবস্থায় গত বুধবার তারা অজ্ঞাত নামা সাঙ্গ-পাঙ্গদের নিয়ে গিয়ে আমার বাগানের প্রায় ৫-৬ হাজার কলাগাছ কেটে ফেলে। এসময় সীমানা বেড়া উঠিয়ে নিয়ে যায় তারা। এতে আমার ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা বিভিন্ন সময় আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতো, ভয়ভীতি দেখিয়ে হুমকি-ধামকি দিতো। আমি এর বিচার চাই।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা কাজ করছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর