চুয়াডাঙ্গার ওপর দিয়ে দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও নিচে নেমে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় পৌঁছেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
শীত এবং ঘন কুয়াশা থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবহাওয়ার এই বৈরী অবস্থার ভেতরে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে।
হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের নিচের বাজারে শাকসবজি ও অন্যান্য কাঁচামাল নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়েছে কৃষক ও ব্যবসায়ীদের। শীত উপেক্ষা করে কাজের প্রয়োজনে তাদের ঘরের বাইরে আসতে হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বহির্বিভাগে রোগীর চাপ বেশি। বেশিরভাগই ঠান্ড-সর্দি-জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন। আবহাওয়ার হিসেবে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর