নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ, সোনালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক মো. শরিফ হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণি, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর শাহ্ মো. আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. সিহাবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতালেব হোসেন প্রমুখ।
এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে, সকল বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর