পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর কল্পনা খাতুন (৯) নামের এক মেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর এলাকার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুকন্যা কল্পনা উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে এবং চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় র্শ্রেনীর ছাত্রী ছিল।
মেয়েটিকে কে বা কারা ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে চলে যায় এবং এলাকাবাসী তার অর্ধ উলঙ্গ লাশ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
এলাকাবাসী জানান, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর