টাঙ্গাইলের নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহিদ বুদ্ধিজীবি বেতীতে পুস্পঅর্পণ ও শহিদদের জন্য দোয়া করা হয়।
পরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার ও প্রধান শিক্ষিকা হাফেজা মমতাজ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর