বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের ডাকবাংলা মোড়স্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
এরপরেই জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালন, গার্ড অব অর্নার প্রদান ও রুহের মাগফেরাত কামনায় দোয়া শেষে ডাকবাংলা ঘাটস্হ বধ্যভূমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর