শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইবরাহিম খলিল।
বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মালেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জেলা বিএনপির সাবেক সিনিয়রসহ সভাপতি বীর মুক্তিযোদ্বা এজেড এম সালেহ ফারুক জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি দুলাল হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, বিদ্যালয় গুলোতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আলোচনা করে সচেতনতা গড়ে তুলতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর