টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় পাহাড়ি লাল মাটি কাটার অপরাধে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এ রায় প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গৌরিশ্বর মৌজার ফকির বাড়ি এলাকায় বন বিভাগের জায়গায় নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে লাল মাটি কাটছিলেন ফারুক হোসেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্ত ফারুক মাটি কাটার সময় প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, যা তার অপরাধকে আরও গুরুতর করে তোলে।
উপজেলা প্রশাসনের অভিযানে ফারুককে আটক করা হয় এবং তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানির পর ফারুকের অপরাধ প্রমাণিত হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, পাহাড়ি লাল মাটি কাটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি পরিবেশ রক্ষা আইন ও সরকারি সম্পত্তি সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশাসনের এমন পদক্ষেপকে প্রশংসনীয় বলে মনে করেছেন, যা পরিবেশ সুরক্ষার জন্য জরুরি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর