পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন জামাতে ইসলামী বাংলাদেশ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের লিচুতলা এলাকার জামাতে ইসলামীর শহড় শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও পঞ্চগড় শহর আমীর মাওলানা মো. জয়নাল আবেদীন। এ সময় শহর শাখার সেক্রেটারি মো. নাসির উদ্দিন, শহর অফিস সম্পাদক মো. মঈনদ্দীন, শহর বায়তুলমাল সম্পাদক মো. গোলাম কিবরিয়া, শহর যুব ও মানবসম্পদ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ও শহর শুরা সদস্য মো. হাসিবুল ইসলাম।
জয়নাল আবেদিন তার বক্তব্যে বলেন বিজয় দিবসের ৪৮ ঘণ্টা পূর্বে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। পরবর্তীতে বাংলাদেশের অনেক দেশপ্রেমিক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আমরা শহীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবের চেতনা ধরে রাখতে হবে। বর্তমানেও দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে দেশকে নতুনভাবে গড়ার শপথ নিতে হবে।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর