তবলিগ জামাতের মুরুব্বি মুফতি মাওলানা মনির বিন ইউসুফের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার জয়পুরহাট শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে আয়োজিত তিনদিনের জেলা ইজতেমা সমাপ্ত হয়েছে।
জয়পুরহাট জেলা ছাড়াও আশপাশের জেলা গুলো থেকে সমবেত হয়েছেন হাজার হাজার মুসল্লি। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছিল তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
জেলা ইজতেমাকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ বছর ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করেন তবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা মনির বিন ইউসুফসহ কয়েকজন আলেম।
ইজতেমার আয়োজক কমিটির জেলা জিম্মাদার হাফিজ ইমাম জানান, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড় ১০টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমার কার্যক্রম সমাপ্তি হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে পুলিশ।
চার স্তরের নিরাপত্তা বলয় তৈরিসহ সার্বক্ষণিক সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থাও করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর