টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল ডিবি পুলিশ তাকে তার নিজ বাড়ি সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রাম থেকে গ্রেফতার করে।
ছাত্র-জনতার আন্দোলনের সময় মারধরের ঘটনায় মধুপুর থানায় ২ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল ঘাটাইল থানা পুলিশের সহযোগিতায় হাবিবুল্লাহর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ফেসবুক লাইভে এসে ঘটনাটি জানিয়ে দেন। এরপর তাকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়।
হাবিবুল্লাহর গ্রেফতারের পর তার নিজ এলাকা সাগরদিঘীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ মিষ্টি বিতরণ করে তাদের আনন্দ প্রকাশ করেন। ঘাটাইল কলেজ মোড় এলাকায় প্রায় দুই শতাধিক লোকের মাঝে মিষ্টি বিতরণ করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুফী সিদ্দিকী। গারোবাজার এলাকাতেও মিষ্টি বিতরণ হয়েছে বলে জানান রাজিবুল ইসলাম রিয়াজ নামে একজন।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান হাবিবুল্লাহ শুধু সাগরদিঘী নয়, পুরো ঘাটাইলের একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, যার মধ্যে বন কর্মকর্তাকে গালিগালাজ, সাংবাদিককে হুমকি দেওয়া এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তিনি প্রায় সময় সরকারি দপ্তরে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করতেন।
এছাড়া, হাবিবুল্লাহ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সাগরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। তবে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর তাকে জামায়াত ইসলামী দলের একটি কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়, যদিও জামায়াতের আমীর মো. রাসেল মিয়া বলেছেন, হাবিবুল্লাহ তাদের দলের কেউ নন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল তার গ্রেফতারি পেতে ঘাটাইল থানা পুলিশের সহযোগিতা চেয়েছিল। তারপর তাকে গ্রেফতার করে মধুপুর থানায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আগে হাবিবুল্লাহর বিরুদ্ধে সরকারের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হলে, তিনি সমকাল পত্রিকার ঘাটাইল প্রতিনিধি এবং ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়াকে হুমকি দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর