ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে মতবিনিময় সভায় “আওয়ামী লীগ ফির আসবে” বলে মন্তব্য করার অভিযোগ ওঠে। ওই অভিযোগের পর তাৎক্ষণিকভাবে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।
যদিও ওই অভিযোগ মিথ্যা দাবি করে ইউএনও আল মামুনকে সদরপুরে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বিএনপি-জামায়াতের নেতারা। তবে শেষ পর্যন্ত ইউএনও আল মামুনকে সদরপুর ছাড়তে হয়েছে।
তবে, প্রত্যাহার বা অভিযোগজনিত বদলি নয়, আল মামুন “পদোন্নতি দিয়ে বদলি” পেয়ে বদলি হয়েছেন বলে জানা গেছে। আল মামুন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। এটি প্রশাসন ক্যাডারে ইউএনও (সিনিয়র সহকারী সচিব) পদের আরেক ধাপ ওপরের পদ। অর্থাৎ আগের পদের চেয়ে উচ্চপদে যোগ দিচ্ছেন প্রশাসনের এই বিসিএস কর্মকর্তা।
ফরিদপুর জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সই করা চিঠিতে বলা হয়েছে, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে আল মামুনকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১.১২.২০২৪ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো। তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।”
অর্থাৎ, পদোন্নতি পেয়ে ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আল মামুনের বদলির আদেশ ওই ঘটনার আগেই হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি বাংলাকেও তেমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
তিনি বলেন, “অভিযোগ ওঠার আগেই তার বদলির আদেশ হয়েছিল। প্রশাসনিক নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রিলিজ (অবমুক্ত) দেওয়া হয়েছে। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন ভারপ্রাপ্ত হিসেবে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।”
এর আগে, ১১ ডিসেম্বর দুপুরে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সভায় ফরিদপুরে জনপ্রশাসন বিভাগের সংস্কার কমিটির চেয়ারম্যান ও ওই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদরপুরের ইউএনও আল মামুনের বিরুদ্ধে “আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)” এমন মন্তব্য করার অভিযোগ ওঠে। এ অভিযোগে ইউএনও আল মামুনকে মৌখিকভাবে (তাৎক্ষণিক) প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
রার/সা.এ
সর্বশেষ খবর