
জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা দাবা টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় বগুড়া জেলা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা পুলিশ আয়োজিত রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা দাবা টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় বগুড়া জেলা দল রাজশাহী জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
বগুড়া জেলা পুলিশের হাতে চ্যাম্পিয়ন ও রাজশাহী জেলা দলকে রানার্স আপ ট্রফি তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জেলার পুলিশের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্স এবং বগুড়া, রাজশাহীর খেলোয়াড়রা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর