আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় নানা আয়োজনে সারাদেশের ন্যায় নেত্রকোনায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট অফিস প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন।
এদিন শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর পর শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক,সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস, এম মনিরুজ্জামান দুদু,পৌর বিএনপির সভাপতি কামরুল হক, জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর