
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ৪ টায় কাছারীব্রিজ ১৫ নং ঝুরঝুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান আমিনের সার্বিক তত্বাবধনে এ কম্বল বিতরণ করা হয়।
আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল, আটুলিয়া যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গেফারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মিল্টন, আটুলিয়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য এম এম মেহেদী হাসান, যুবদল নেতা আলমগীর হোসেন, আবু সাঈদ প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর