সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের আকবর আলীর জালে ধরা পড়েছে বিশাল আকৃতির জাত ভোল মাছ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের ভোলা মাছটি ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জেলে আকবর হোসেন বলেন, আমি ছোট কাল থেকে সুন্দরবনের উপর নির্ভরশীল। শুনেছি সুন্দরবন অনেক দামি দামি মাছ আছে কিন্তু কখনোই আমার জালে এরকম মাছ ধরা পড়িনি। এই প্রথম কোনো দামি মাছ ধরা পড়েছে। আমি সহ আমার সাথে থাকা জেলেরা সবাই খুশি। তবে বিক্রেতা সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাননি বলে অভিযোগ রয়েছে।
মাছটি ক্রয়কৃত প্রতিষ্ঠানের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা বলেন, খুলনা সহ বিভিন্ন জায়গা থেকে আসা ১২ জন ব্যবসায়ীর মধ্য থেকে সর্বোচ্চ দামে আমি মাছটা কিনেছি। এই মাছটি এত দামি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, শুনেছি এই মাসের ফুলকা দিয়ে ক্যান্সারের ঔষধ তৈরি হয়। আবার চিটাগাং থেকে এগুলো নাকি দেশের বাইরে যাই খাবার হিসেবে আসলে এর সঠিক কোন তথ্য আমাদের কাছে নেই তবে এর ফুলটা বেশ দামি।
প্রসঙ্গত,পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন থেকে আকবর, দেলোয়ারসহ ৭জন বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। গত ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি জাত ভোলা মাছ ধরা পড়ে। এ সময় আনন্দে আত্মহারা জেলেরা সযত্নে মাছটি নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেন। মাছটি দেখতে ভিড় জমানো এলাকাবাসী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর