নড়াইলে দ্বিনি এলম প্রচার ও প্রসারে মুসলিমের দায়িত্ব কর্তব্য বিষয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গার ফজরের মোড়ে জামীয়াহ্ আল-ইসলামীয়া মাদানী মাসজিদ কমপ্লেক্স (প্রস্তাবিত) নুরানি তা’লিমুল কুরআন মাদরাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নুরানি তা’লিমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: শফিউর রহমান শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘নড়াইলে সরকারী স্বীকৃতি ৮টি ইবতেদায়ী-মাদরাসা রয়েছে। এছাড়া এ জেলায় আরও সাড়ে ৩’শ ইবতেদায়ী-মাদরাসা গড়ে উঠেছে। আমি ইতিমধ্যে কয়েকটি ইবতেদায়ী-মাদরাসায় গিয়েছি। সেখানে দেখেছি তাদের শিক্ষার মান খুবই খারাপ।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন, বাঁশগ্রামইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী বিএম রফিকুল ইসলাম, মাও: মুফতি বদিউজ্জামান, হাফেজ মাও: মাহাবুবুর রহমান, বাঁশগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি এসমতউল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ইকরাম বেগ।
এ সময় নুরানি তা’লিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর