খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য ও খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পুলিশি অভিযানে তাকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। আশুতোষ চাকমার নামে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাড়ি ভাঙচুর, বিএনপি নেতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপন চলে যান আশুতোষ চাকমা সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরমধ্যে গত অক্টোবর মাসে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের হেভিওয়েট নেতা মো. দিদারুল আলমকে। বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলা কারাগারে রয়েছেন।
বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা বলেন, 'আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। সে গোপনে তার বাড়িতে আসলে গোয়েন্দা তৎপরতায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেফতারে আমাদের পুলিশের বিশেষ চৌকস টিম কাজ করছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর