মসজিদের দানবাক্সে সাধারণত টাকা দেয় মানুষ। অনেক সময় বিদেশি মুদ্রাও থাকে। তবে এবার মসজিদের দানবাক্সে মিলল কোনো তরুণী বা নারীকে জীবনসঙ্গী হিসেবে পেতে ‘চিরকুট’ বা ‘প্রেমপত্র’। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারে।
মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহাসিক রবিরবাজার মসজিদের দানবাক্স থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে বেশকিছু চিঠিও। মুনমুন বা নাফিসা যেকোনো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে একটি চিঠি লিখেছেন এক যুবক বা পুরুষ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন চিরকুট।
দানবাক্সে পাওয়া একটি চিরকুটে একজন প্রেমিক তার দুই প্রিয় মানুষের মধ্যে একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন। এতে লেখা ছিলো ‘মুনমুন বা নাফিসা যেকোনো একজনের সাথে যাতে বিয়ে হয় রবিরবাজার মসজিদ।’
আরেকজন বিচার চেয়ে লিখেছেন চিরকুটে লিখেন, 'আমি অভিশাপ দিচ্ছি। আমার শত্রুর মুখ যাতে বন্ধ হয়ে যায়।’
এমন আরেকটি চিরকুটে একজন লিখেন ‘আমার একটা চাকরি প্রয়োজন। জজ কোর্ট মৌলভীবাজারে আমার কম্পিউটার বা পেশকার হিসেবে ৬ মাসের মধ্যে চাকরি যাতে পারমানেন্ট হয়।’
মসজিদের টাকা গণনা কাজে নিযুক্ত কয়েকজন মুসল্লি জানান, এভাবে প্রতিবার অদ্ভূত বিভিন্ন চিরকুট বাক্সে পাওয়া যায়। কেউ মনোবাসনা পূর্ণ হতে আবার কেউ বিভিন্ন সমস্যা সমাধানের আশায় চিরকুট লিখে বাক্সে জমা দেন।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ থেকেই রবিরবাজার মসজিদে বিপুল পরিমাণ টাকা দানবাক্সে জমা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন ঐতিহাসিক এ মসজিদ দেখতে। প্রতি শুক্রবারে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করতে ভিড় করেন। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে। এ ছাড়াও প্রতি সপ্তাহে দুইবার মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর