লা লিগায় গতকাল রায়ে ভায়েকানোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জিততে পারলে বার্সেলোনাকে টপকে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল লস ব্লাঙ্কোসদের। প্রতিপক্ষের মাঠে এ ম্যাচে দুই দফা পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতায় ফিরে রিয়াল। এরপর দ্বিতীয়ার্ধে লিডও পেয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে নিজেদের গুছিয়ে নেয়ার আগেই গোল হজম করে বসে রিয়াল। চতুর্থ মিনিটে উনাই লোপেজ ভায়েকানোকে এগিয়ে দেন দারুণ এক গোলে। শুরুতেই পিছিয়ে পড়ে সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে লড়াইয়ে নামে রিয়াল। তবে সমতা ফেরার আগেই ফের পিছয়ে পড়ে আনচেলত্তির শিষ্যরা।
সবশেষ ম্যাচে গোল করলেও চোট পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। এ কারণে ভায়েকানোর বিপক্ষে ম্যাচে মাঠে ছিলেন না তিনি। চতুর্থ মিনিটে প্রথম পিছিয়ে পড়ার পর ৩৬ মিনিটে রিয়াল আরও এক গোল হজম করে বসে রিয়াল। এবার স্বাগতিকদের হয়ে গোলটি করেন আব্দুল মুমিন।
এদিকে দুই গোলে পিছিয়ে পড়লেও রিয়াল প্রথমার্ধ শেষ করেছে সমতা নিয়েই। ৩৯ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন জুড বেলিংহাম। রদ্রিগোর বাড়িয়ে দেয়া বলে দারুণ এক হেডে জালের দেখা পান ইংলিশ এই মিডফিল্ডার। লিগে এটি বেলিংহামের টানা ষষ্ঠ গোল।
সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুর পর থেকেই আক্রমণের ধার বাড়ায় রিয়াল। এরই ধারাবাহিকতায় গোলের দেখা পেয়ে যান রদ্রিগো। ৫২ মিনিটে জালের দেখা পেয়েছিলেন আর্দা গুলের, তবে তিনি অফসাইডে থাকায় তা বাতিল হয়। তবে এর চার মিনিট পরই দলকে লিড এনে দেন রদ্রিগো। বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান এই উইঙহারের নেয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে জড়ায় জালে।
এদিকে লিড নিলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৬৪ মিনিটে ম্যাচে সমতায় ফিরে ভায়েকানো। এরপর দুই দলি গোলের সুযোগ পেলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে ১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল, সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর