কুমিল্লার বুড়িচংয়ে কাচারীতলা এলাকা থেকে ৪ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ এবং ৪ জনের এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানা ওসি আজিজুল হক। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবারে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারীতলা এলাকা থেকে মাদক সেবনকালে চার যুবককে আটক করে থানা পুলিশ। ওসি আজিজুল হকের নির্দেশনায় এসআই জিয়া ও এএসআই আশরাফ সঙ্গীয় ফোর্স গিয়ে ওই চার যুবককে হাতেনাতে আটক করে।পরে ৪ মাদকসেবীকে কুমিল্লা আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে মাদক সেবন অপরাধে এক বছরের কারাদণ্ড প্রদান করে।
মাদকসেবীরা হলেন ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর এলাকার চান মিয়ার ছেলে ফরহাদ হোসেন (৪৩),ময়নামতি ইউনিয়নে দক্ষিণ সমেষপুর এলাকার আক্কাছ মিয়ার ছেলে মো. সৈকত (২৬),ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকার ছগির আহম্মেদের ছেলে আব্দুল্লাহ লাল-মামুন (৩২),ময়নামতি ইউনিয়নের কাচারীতলা এলাকার আব্দুল মজিদের ছেলে মনির হোসেন (৩২)।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, মাদক সেবন করার সময় ৪ যুবককে আটক করা হয় এবং তাদেরকে আদালতে প্রেরণ করলে এক বছরের কারাদণ্ড হয়।
তিনি আরো বলেন, বুড়িচং উপজেলায় মাদক ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর