নওগাঁর ধামইরহাটে শহিদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুলফৎপুর গণকবরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মো. হানজালা, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এমএ ওয়াদুদ, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মো. শহিদুর রহমান সরকার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, রুবেল হোসেন রতন, মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার, ছাত্রদল নেতা রোমন, অভি, বৈষম্য ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, ফয়সাল আহামেদ, সাজিদ বিল্লাহ প্রমুখ। পরে শহিদদের স্মরণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এর আগে বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর