খাগড়াছড়ির মাটিরাংগা সরকারি ডিগ্রি কলেজে নিকাব না খোলায় হল থেকে বহিষ্কার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিল খাগড়াছড়ি জেলা শাখা। সে সাথে অভিযুক্ত অধ্যক্ষ ও পরীক্ষা চলাকালীন দায়িত্বে থাকা শিক্ষকদের বরখাস্ত করাসহ আইনি পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
রবিবার সকাল সোয়া ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের নিকট এ স্মারকলিপি প্রদান করেন শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিলর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা সভাপতি মুফতি ইমাম উদ্দীন কাসেমী।
এসময় শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিলর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শফিউল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সমাজতত্ত্ব পরীক্ষার দিন পরীক্ষা দিতে যান উম্মে আনজুমান আরা। এসময় তাঁকে নিকাব খোলে মুখ দেখাতে বলেন দায়িত্বরত শিক্ষক আবুল বাশার মিয়াজী, আবুল হোসেন ও কেন্দ্র সচিব মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার। ভুক্তভোগী ছাত্রীর দাবি, তিনি পর্দা করেন, তাই তাঁকে শনাক্ত করতে হলে নারী শিক্ষিকা বা নারী পুলিশ কর্তৃক তদন্ত করার অনুরোধ করেন। কিন্তু তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করে অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার ও তাঁর সহযোগী শিক্ষকগণ। ভুক্তভোগী ছাত্রী তাঁর সিদ্ধান্তে অটল থাকলে তাঁকে অধ্যক্ষ কামাল হোসেন মজুমদারের নির্দেশে পরীক্ষার হল থেকে টেনে হেঁচড়ে হেনস্তা করে বের করে দেন।
বিষয়টি নিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী। এতে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনা ধর্মপ্রাণ মানুষের মাঝে তীব্র ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। সারাদেশে অনলাইন অফলাইনে প্রতিবাদের ঝড় ওঠে। এমতাবস্থায় ধর্মীয় বিধান পর্দার বিরুদ্ধে সরাসরি ঔদ্ধত্য প্রদর্শন করায় অভিযুক্ত কলেজ অধ্যক্ষ কামাল হোসেন মজুমদারকে বরখাস্তসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করায়; তার বিরুদ্ধে উপযুক্ত আইনি বিচার নিশ্চিত করতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ছাড়াও এ স্মারকলিপি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, খাগড়াছড়ি রিজিয়ন, খাগড়াছড়ি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার, ইউএনও মাটিরাংগা এবং মাটিরাংগা থানার অফিসার্স ইনচার্জ বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর