সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। শনিবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার জাকস্ এনজিও এর সামনে থেকে আটক করেছে। এসময় একটি পিকআপ জব্দ করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার কোতয়ালী থানার ছোট গুলগুলা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৬) (ড্রাইভার) ও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও সদর থানার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন মাসুদ রানা (২৮) (হেলপার)।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, র্যাব-১২ এর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জেলার সলঙ্গা থানার জাকস্ এনজিও এর সামনে রংপুর হতে ঢাকাগামী একটি পিকআপ আটক করে। পরে পিকআপের ড্রাইভারের ছিটের পিছনে ব্যাক ডালার নিচে সংরক্ষিত ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৯৪০ টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর