কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে তিন নিহত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে।
এতে বাসটি দুমড়েমুছড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মীরা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত সাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন। নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কুমিল্লার মুরাদনগর থানার হোসেনপুর গ্রামের মো. নশু মিয়া (৪০)।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, সকালে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি।
আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর