১২ বোতল রয়েল গ্রীন ও ১২ বোতল ভোডকা ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া এলাকা থেকে এসব ভারতীয় মদ আটক করা হয়।
রৌমারী বিজিবি ক্যাম্পের হাবিলদার জোয়াহের আলী বলেন, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা ১০৬৪ পিলার থেকে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি।
এ সময় ১২ বোতল রয়েল গ্রীন ও ১২ বোতল ভোডকা ভারতীয় মদ আটক করা হয়। তবে ভারতীয় ওই সব মদ ফেলে রেখে পালিয়ে যায় মাদক কারবারি। তিনি আরও জানান, এ বিষয়ে রৌমারী থানায় একটি জিডি করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর