জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবএর নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক মুক্ত খবরের সরিষাবাড়ী প্রতিনিধি রাজু আহম্মেদ রনি ও যুগ্ম আহ্বায়ক বি জয় টিভি ও দৈনিক স ময়ের আলোর প্রতিনিধি সোহানুর রহমান সোহান উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে ২ বছর মেয়াদি এ কার্যকরী কমিটির ঘোষণা দেন।
বিডি টুয়েনটিফোর লাইভ ডটকম ও দৈনিক দি নকালের সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান বাবুকে সভাপতি এবং দৈনিক প্র তিদিনের সংবাদের প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদককরে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষনা দেয়া হয়।
কমিটির সহসভাপতি পদে দৈনিক দে শরুপান্তরের সরিষাবাড়ী প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া বাবলু, রাজধানী টে লিভিশন ও আ জকের বি জনেস বাংলাদেশের সরিষাবাড়ী প্রতিনিধি মো. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিউ নে শনের উপজেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান, দৈনিক খ রপত্র সরিষাবাড়ী প্রতিনিধি এম এ রাজ্জাক, অর্থ সম্পাদক পদে দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন সরিষাবাড়ী প্রতিনিধি মো. সোহেল রানা, নির্বাহী সদস্য পদে যথাক্রমে উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আ মাদের সময় ও দৈনিক জ নতার সরিষাবাড়ী প্রতিনিধি মো. আবুল হোসেন, দৈনিক বাংলার দূ ত সরিষাবাড়ী প্রতিনিধি মো. আবুল হোসেন চাঁদ নির্বাচিত হয়েছেন।
সভায় দৈনিক ন বতান সরিষাবাড়ী প্রতিনিধি মো. রমজান আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি সকলের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর