ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশে সাভারগামী মুরগী বোঝাই একটি পিকআপ চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের পর্যবেক্ষণে এটি সড়ক দুর্ঘটনা হলেও পিকআপের হেলপার রাহাতের ঘটনা বর্ণনায় রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশের বাওয়ার কুমারজানি অংশে এই ঘটনা ঘটে।
এ ঘটনার মৃত্যুবরণ করা পিকআপ চালকের নাম মিলন মিয়া (২৮)। তিনি ঢাকার সাভার জেলার কলমা এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পিকআপের হেলপার রাহাত বলেন, সাভার যাওয়ার মহাসড়কের উপর একটি ত্রিপল দেখতে পান আমাদের ড্রাইভার। তিনি ওই ত্রিপলটি আনার কথা বললে আমরা তাকে নিষেধ করি। আমরা তখন অনেকটা ঘুমের মধ্যে ছিলাম। কিছুক্ষণ পর একটি গাড়ি এসে আমাদের পাশে থামিয়ে আমাদের ডেকে তুলে এক লোক বলেন, তোমাদের গাড়ির সামনে লাশ পড়ে আছে। আমরা উঠে গিয়ে মিলন ভাইকে আহত অবস্থায় পাই। তাকে উদ্ধার করে গাজীপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশের ভাষ্য, মহাসড়কের পড়ে থাকা ত্রিপল আনতে গেলে অজ্ঞাত গাড়ির চাপায় পিকআপ চালকের মৃত্যু হয়। তবে ত্রিপলটি অপরাধী চক্রের পাতা ফাঁদ বা কোন গাড়ি থেকে মহাসড়কে পড়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়।
অপরদিকে এ বছরের ফেব্রুয়ারি মাসে মহাসড়কের একই স্থানে ডাকাতের হামলায় এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়। ফলে এই মৃত্যুটি নিছক দুর্ঘটনা নাকি অপরাধী চক্রের পাতা ফাঁদ তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে কাশিমপুর থানা পুলিশ। আমাদের টিম ঘটনা ও লাশ পর্যবেক্ষণ করেছে তাতে গাড়ি চাপায় ড্রাইভারের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর