সুনামগঞ্জে ১২৫ কোটি টাকা ব্যয়ে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের কালনার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, এ বছর সুনামগঞ্জে ৬৭৫ টি স্কিমে ৫৮৮ কিলোমিটার বাঁধ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা।
জেলার ১২ উপজেলায় এক সাথে বাঁধের কাজ শুরু হয়েছে আর আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের ভেতর কাজ শেষ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল হাই, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর