ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় স্কুলসহ চারটি আশ্রয়কেন্দ্রে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজার উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় শিশু, সামরিক কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।
স্থানীয় সময় রোববার গাজার বেইত হানুনের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলী বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুসহ দুই সাংবাদিক রয়েছেন বলে জানায় আলজাজিরা।
এদিন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার ও হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসালয় লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
এদিকে রোববার যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি ও বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গেল বছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক লাখের বেশি বাসিন্দা। স্বজনহারা ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর