মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর ‘বিজয় র্যালি’ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (১৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার উচ্ছ্বাস। মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন বিজয় র্যালি। জমায়েত হবে সকাল ১০টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে। সবাইকে নিমন্ত্রণ।’
প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীতে তা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত বুদ্ধিজীবী হত্যা: ’৭১-’২৪ আলোচনা অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।’
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর