যথাযোগ্য মর্যাদার সাথে চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গার শহিদ হাসান চত্বরের স্মৃতি নামফলকে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এর পরপরই দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি নামফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ছাড়াও জেলার বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
আয়োজনকে ঘিরে বিভিন্ন সংগঠন র্যালি সহকারে শহিদ হাসান চত্বরে এসে সমবেত হয় এবং স্মৃতি ফলকে মহান মুক্তিযুদ্ধে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর